You dont have javascript enabled! Please enable it! 1971.10.16 | উত্তরাঞ্চলে সীমান্তে জেনারেল নিয়াজী - সংগ্রামের নোটবুক

১৬ অক্টোবর ১৯৭১ঃ উত্তরাঞ্চলে সীমান্তে জেনারেল নিয়াজী

জেনারেল নিয়াজী এদিন দেশের উত্তরাঞ্চলে সীমান্ত এলাকা পরিদর্শন করেন। ভারত এই সীমান্ত দিয়ে হামলা করতে পারে বলে নিয়াজি সীমান্ত এলাকায় নিয়োজিত পাক সেনাদের ভারতীয় হামলার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দেন। তিনি তাদের বলেন সম্প্রতি এ সীমান্তে সশস্র তৎপরতা বৃদ্ধি পেয়েছে ব্যাপক হারে গোলাবর্ষণ এবং অনুপ্রবেশের প্রচেষ্টা ছাড়াও দুটি হেলিকপ্টার লালমনিরহাটের মোঘলহাটে বোমাবর্ষণ করেছে। সম্প্রতি ঠাকুরগাঁও এর আকাশ সীমার উপর দিয়ে ভারতীয় জেট বিমান উড়ে গেছে।

নিয়াজি সড়কপথে নৌকায় পায়ে হেটে বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন। তিনি এ সীমান্তে প্রতিরক্ষা বেবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন। সফরকালে নিয়াজীকে ময়মনসিংহ, শেরপুরসহ অন্যান্য স্থানে পাকিস্তানী সহযোগী দালালরা ব্যাপক সম্বর্ধনা জানায়। ময়মনসিংহে তিনি রাজাকার ট্রেনিং কেন্দ্র পরিদর্শন করেন এবং তাদের সাথে কুশলাদি বিনিময় করেন। শেরপুরে তিনি এক পথ সমাবেশে বক্তৃতাও দেন। তার যাত্রা পথে দোকানীরা বের হয়ে রাস্তায় পাকিস্তানের পক্ষীয় বিভিন্ন শ্লোগান দেয়। এ সময় রাস্তায় জাতীয় পতাকা দ্বারা সাজানো হয়।