১৬ অক্টোবর ১৯৭১ঃ জাতিসংঘের প্রতিনিধি পলমার্ক হেনরী
জাতিসংঘের সহকারী জেনারেল সেক্রেটারী ও পূর্ব পাকিস্তানে জাতিসঙ্ঘ প্রতিনিধি পলমার্ক হেনরী এক সংবাদ সম্মেলনে জানায়, গেরিলারা ত্রাণসামগ্রী বণ্টনে বাধার সৃষ্টি করছে। তবে এখনও গেরিলাদের হাতে জাতিসঙ্ঘের কোন কর্মী আক্রান্ত হয়নি। জাতিসংঘের ৭০ জন কর্মী ১০০ ট্রাকের মাধ্যমে তাদের ত্রান কাজ চালিয়ে যাচ্ছে। পূর্ণ মাত্রায় কাজ করতে তাদের দরকার ১০০০ ট্রাক। হেনরি বলেন এখানে তিনি এখনও বুভুক্ষু লোক দেখেননি তবে আগামি ৬ মাসের জন্য ব্যাপক খাদ্য এর প্রয়োজন হবে।
নোটঃ জেকবের ঢাকা আসার আগে পল মার্ক হেনরী পাকিস্তানের আত্মসমর্পণ করার প্রধান দুত ছিলেন তার বার্তা সমুহ মার্কিন দুতাবাস এবং জাতিসংঘে পৌছার পর পূর্ব পাকিস্তানের পতন সম্পর্কে সবাই ধারনা পায়।