২৮ সেপ্টেম্বর ১৯৭১ ফজলুল কাদের
পাকিস্তান কনভেনশন মুসলিম লীগের কেন্দ্রীয় সভাপতি ফজলুল কাদের চৌধুরী এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রে একটি জাতীয় সরকার গঠনের আহবান জানাইয়াছেন। তিনি আশা প্রকাশ করেন তাহার এই ইচ্ছা প্রেসিডেন্ট সাদরে গ্রহন করিবেন। এই লক্ষে তিনি সকল দলকে একটি জাতীয় কনফারেন্স ডাকার আহবান জানান। অপর দিকে তিনি তার দলের প্রাদেশিক সভাপতির বহিস্কার আদেশ প্রত্যাহার করিয়াছেন। তার সাংবাদিক সম্মেলনের সময় কঠোর পুলিশ প্রহরা ছিল। তার পাশেই একজন মাঝ বয়সী লকের এক হাতে স্তেন গান এবং কোমরে রিভলভার দেখা যায়। এই সময় তার পাশে ছিলেন দলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মালিক মোহাম্মদ কাসিম ও শামসুল হুদা। তিনি ভবিষ্যৎ সংবিধান তৈরিতে কিছু গাইড লাইন দেন। তিনি পূর্ব পাকিস্তানে ৫ মাস রাজধানী চালুর প্রস্তাব করেন।