১৫ অক্টোবর ১৯৭১ঃ রাজাকারদের সম্পর্কে আলী আহসান মুজাহিদ
পূর্ব-পাকিস্তান ছাত্রসংঘের অস্থায়ী সভাপতি আলী আহসান মুজাহিদ রাজাকারদের সম্পর্কে বিভিন্ন দলের নেতাদের সাম্প্রতিক বিরূপ মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান । প্রতিবাদে তিনি বলেন, ‘সাচ্চা দেশপ্রেমিক যুবকদের নিয়ে রাজাকার বাহিনী গঠিত হয়েছে। রাজাকাররা নিজেদের জীবন বিপন্ন করে দুষ্কৃতকারীদের মোকাবেলা করছে। পাকিস্তানকে রক্ষা এবং জনগণের জানমালের হেফাজত করা তাদের নিজেদের কর্তব্য বলে গ্রহণ করেছে’। তিনি নেতাদের সতর্ক করে বলেন ‘রাজাকারদের ভূমিকা নিয়ে কোনো বিতর্ক চলতে পারে না।’ কয়েকদিন আগে জমিয়তে ইসলাম এর মুফতি মাহমুদ রাজাকার বাহিনীর কঠোর সমালোচনা করেন এবং তিনি এখন ঢাকায় অবস্থান করছেন।