১৫ অক্টোবর ১৯৭১ঃ উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকা সফরে নিয়াজী
পূর্বাঞ্চলীয় কমান্ড প্রধান লেঃ নিয়াজী এদিন উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় সফর করেন। মাতৃভূমি রক্ষার্থে সেনাবাহিনীর হাত শক্তিশালী করার জন্য তিনি জনগনের চেষ্টার প্রশংসা করেন। সফরকালে তার সাথে সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা ছিলেন। তিনি বলেন জনগনের সবচে উল্লেখযোগ্য অবদান হচ্ছে রাজাকার বাহিনী। স্থানীয়দের নিয়ে গড়ে তোলা হয়েছে এ বাহিনী। প্রশিক্ষনের পর এদের কোন অংশকে সেনাবাহিনীর সাথে কোন অংশকে স্বাধীন ভাবে কাজে লাগানো হচ্ছে। তারা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পত্তি পাহারা দেয়ার সাথেও আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে। তিনি বলেন সীমান্তে হামলার পরও জনগন বাড়িঘরেই থাকছেন। তিনি সড়ক, রেলপথে ও পায়ে হেটে বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করেন। তিনি বিভিন্ন ক্যাম্পে জওয়ানদের সাথে মতবিনিময় করেন।
নোটঃ উত্তর পূর্বাঞ্চলীয় বলতে বৃহত্তর সিলেট বুঝায়