You dont have javascript enabled! Please enable it! 1971.10.14 | অপারেশন ওমেগা সদস্যদের কারাদণ্ড - সংগ্রামের নোটবুক

১৪ অক্টোবর ১৯৭১ঃ অপারেশন ওমেগা সদস্যদের কারাদণ্ড

লন্ডন ভিত্তিক অপারেশন ওমেগার ৪ জনের দল পূর্ব পাকিস্তানে অবৈধ ভাবে প্রবেশের দায়ে বিচারে ফরেনারস অ্যাক্ট এ ২ বছর কারাদণ্ড দেয়া হয়। তারা হলেন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার পল কনেট এবং এলেন কনেট, ব্রিটেনের গর্ডন স্লাডেন। এলেন কনেট অন্তঃসত্ত্বা। এই সংস্থা পূর্ব পাকিস্তানে ত্রান সাহায্যের নামে সরকারকে বিব্রত করতে চেয়েছিল। প্রেসনোটে সরকার জানিয়েছে আগস্ট মাসে তারা বেনাপোল দিয়ে একবার প্রবেশ করেছিল তাদের তখন ভারতে ফিরে যেতে বাধ্য করা হয়। এর পর তাদের ৪ জন সেপ্টেম্বরে আরেকবার প্রবেশ করে তখন তাদের গ্রেফতার করে ১৯৫৩ সনের জন নিরাপত্তা আইনে এবং অপর জনকে ফরেনারস একট এর আওতায় দণ্ড দেয়া হয়। আদালত চলাকালীন পর্যন্ত তাদের সাজা দেয়া হয় এবং তাদের ফিরে যেতে বলা হয়। আসামীরা ৫ অক্টোবর অনুমোদিত পথে যশোর প্রবেশ করেছিল। তাদেরকে ভারতের একটি কেন্দ্র থেকে পরিচালনা করা হচ্ছিল।