You dont have javascript enabled! Please enable it!

১৪ অক্টোবর ১৯৭১ঃ মোনায়েম খানের দাফন

আসর নামাজের পর বাইতুল মোকাররমে জানাজার পর তাকে বনানী কবরস্থানে তার স্ত্রীর কবরের পাশে দাফন করা হয়। জানাজায় গোলাম আজম, খাজা খয়ের, অর্থমন্ত্রী কাসেম, কৃষি মন্ত্রী নওাজেশ আহমেদ, সাবেক মন্ত্রী দেওয়ান আব্দুল বাসিত, সাবেক মন্ত্রী হাসান আসকারী,সাবেক মন্ত্রী ফখরুদ্দীন, আমজাদ হোসেন, সাবেক মন্ত্রী ফকির আব্দুল মান্নান (ব্রিগঃ হান্নান শাহ এর পিতা) বিচারপতি আব্দুল হাকিম উপস্থিত ছিলেন। গভর্নর ঢাকায় উপস্থিত না থাকায় গভর্নরের পক্ষে তার এডিসি উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী আখতার রাত্রে মেডিক্যাল কলেজ হাঁসপাতালে তাকে দেখিতে যান। লাশ দেখিতে তার বাসায় যান সাবেক মন্ত্রী সুলতান উদ্দিন (জিয়ার ডেপুটি স্পীকার) আইউবের স্পীকার জব্বার খান (রাশেদ খান মেননের পিতা), খান সবুর, নুরুল আমিন, পীর মহসেন উদ্দিন দুদু মিয়া, ইউসুফ আলি চৌধুরী মোহন মিয়া, শামসুল হুদা, হাসিমুদ্দিন । তার মৃত্যুতে আইউব খান ও গভর্নর মালিক শোক প্রকাশ করেন। জাহাঙ্গীর মোঃ আদেল বলেছেন হামলাকারীরা দুজন ছিল। তাদের একজন অস্র হাতে তখনো দাড়িয়ে ছিল অপরজন তাকে জোর করে বের করে নিয়ে যায়। তিনি জানান ঘটনার সময় তার দুপুত্র হুমাউন এবং কাম্রুজ্জামান সেখানেই ছিল। হাসপাতালে রক্তের গ্রুপ নির্ণয় করতে বিলম্ব হওয়ায় তার অপারেশন করতে দু ঘণ্টা বিলম্ব হয়। সে সময় তার জ্ঞান ছিল। তখন তিনি তাদের বলেন গুলী বর্ষণকারীদের আল্লাহ যেন ঈমান দেয়।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!