You dont have javascript enabled! Please enable it!

১৩ অক্টোবর ১৯৭১ঃ সাবেক গভর্নর মোনায়েম খান নিহত

পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর মোনায়েম খান বুধবার সন্ধ্যায় বনানীর বাসভবনে আততায়ীর গুলিতে আহত হন। সাথে সাথে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে ভোর ৩টা ৪৫ মিনিটে তিনি মারা যান। এপিপি জানায় দুজন দুষ্কৃতিকারী সন্ধ্যায় তার সাথে দেখা করতে আসে এবং তার উপর গুলি চালায়। ঘটনার পরপর তার বাসার নীচতলায় একটি হাত বোমা পাওয়া যায়। ঘটনা সম্পর্কে তার জামাতা জাহাঙ্গীর মোহাম্মদ আদেল জানান মাগরেবের নামাজের পর মোনায়েম খান ড্রইং রুমে বসেন। ড্রইং রুমে তখন সাবেক প্রাদেশিক শিক্ষামন্ত্রী আমজাদ খান এবং মুসলিম লীগ নেতা শামসুল আল আমিন সাবেক এমপিএ, নারায়ণগঞ্জের মোজাম্মেল তার সাক্ষাতের অপেক্ষায় ছিলেন।

জনাব আদেল তখন সেখানেই ছিলেন সে সময় ড্রয়িং রুমের দরজা খোলা ছিল এবং বারান্দার বাতি নেভানো ছিল। মোনায়েম খান দরজা বরাবর মুখ করে উপবিষ্ট ছিলেন। এ সময় দেয়াল টপকে দুষ্কৃতিকারী এসে দরজার কাছ থেকে তার দিকে গুলি ছুড়ে। গুলি মোনায়েম খানের পেটে বিদ্ধ হয় এবং গুলিটি সোফাকে বিদ্ধ করেও বেড়িয়ে যায় যা পরে ঘরে পাওয়া গিয়েছে। মোনায়েম খান এসময় মেঝেতে লুটিয়ে পড়েন। দুষ্কৃতিকারীরা মুহূর্তের মধ্যেই পালিয়ে যায়। রাতেই তার অস্রপচার শেষে কেবিনে স্থানান্তর করা হয়। মৃত্যুকালে তাহার বয়স হইয়াছিল ৭২। তিনি ১৯৬২ সন থেকে ১৯৬৯ সন পর্যন্ত পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!