You dont have javascript enabled! Please enable it! 1971.10.13 | সুনামগঞ্জ সীমান্তে ৮৫ জন ভারতীয় চর নিহত - সংগ্রামের নোটবুক

১৩ অক্টোবর ১৯৭১ঃ সুনামগঞ্জ সীমান্তে ৮৫ জন ভারতীয় চর নিহত

সেনাবাহিনী সুনামগঞ্জ সীমান্তে একজন অফিসার সহ ১৮ জন ভারতীয় চরকে হত্যা করেছে এবং বিপুল পরিমান অস্র আটক করেছে। বিএসএফ এর সমর্থন নিয়ে প্রায় দুই শতাধিক ভারতীয় চর সুনামগঞ্জ সীমান্ত দিয়ে প্রবেশ করে আধামাইল ভিতরে ধুকার পর পাকিস্তান সেনাবাহিনী তাদের উপর গুলিবর্ষণ শুরু করে। এখানে ৬০ জন নিহত হয়। এখানে ক্যাপ্টেন আব্বাস নামে ইবি অফিসার আছেন। তিনি এলাকায় বিদ্রোহীদের নেতৃত্ব দিচ্ছিলেন। কাছাকাছি এলাকায় আরেক সংঘর্ষে ২৫ জন নিহত হয়। (পাকিস্তান ভাষ্য) শাফায়েত জামিলের ৩ বেঙ্গল এর অধিনায়ক শাফায়েত জামিল ডেল্টা কোম্পানি টুআইসি ক্যাপ্টেন মোহসিন ব্রাভো, চার্লি, স্টুডেন্ট কোম্পানি ভোলাগঞ্জের দিকে রওয়ানা হন।

ডেল্টা কোম্পানি অধিনায়ক ছিলেন লেঃ নুরুন্নবি। ১৩ তারিখ দুপুরে ভোলাগঞ্জ পৌঁছে অধিনায়ক সাফায়েত জামিল প্রয়োজনীয় নির্দেশাবলী দিয়ে বাশতলা ফিরে যান। ডেল্টা কোম্পানি পরে বরিডোর গ্রামের দিকে চলে যান সেখানে অবস্থান করছিল লেঃ ইয়ামিন ও লেঃ ফখরুদ্দীন এর দুটি এফএফ কোম্পানি। সেখানে ভোলাগঞ্জ সাব সেক্টর কমান্ডার লেঃ আলমগির লেঃ নবীর সাথে একত্রে যুদ্ধ করতে সম্মত হন। তিনি লেঃ নবীকে কমান্ডার রশিদের এফএফ কোম্পানিটিও দেন। সন্ধায় তারা মাধবপুরের উদ্দেশে বুরিডোর ত্যাগ করে। পরে তারা পারকুল যান। (বাংলাদেশ ভাষ্য)