You dont have javascript enabled! Please enable it!

১৩ অক্টোবর ১৯৭১ঃ জয়পুরহাটে আব্বাস আলী খান

শিক্ষা মন্ত্রী জামাত নেতা আব্বাস আলী খান বগুড়া থেকে ট্রেনে করে জয়পুরহাট পৌঁছে জয়পুরহাটে শান্তি কমিটি রাজাকার দলীয় কর্মীদের আয়োজিত এক সভায় বলেন যে, ভারত সীমান্তে সৈন্য সমাবেশ করে অনবরত উস্কানি দিয়ে যাচ্ছে। তিনি বলেন ভারত যদি ১৯৬৫ সনের ভুলের পুনরাবৃত্তি করে তবে তার দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত আছে। তিনি বাঙালি জাতীয়তাবাদের সমালোচনা করে বলেন পাকিস্তানের জনগন তথাকথিত সাংস্কৃতিক ও ভাষার ব্যাবধান ভুলে যাওয়া উচিত। পাকিস্তানের দুই অংশের বন্ধন হল আধ্যাত্মিক ও ধর্মীয়। কোন অপপ্রচার এ বন্ধন ছিন্ন করতে পারবে না। তিনি স্থানীয় গার্লস স্কুল পরিদর্শন করেন। সেখানে তিনি ছাত্র ও শিক্ষকদের ইসলামের ইতিহাস চর্চার উপর গুরুত্ব আরোপ করেন। পরে তিনি পাচবিবিতে শরণার্থী অভ্যর্থনা কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন ফিরে আসা শরণার্থীদের সরকার সব রকম সাহায্য দিয়ে আসছে। মন্ত্রী হওয়ার পর আব্বাস আলী খানের ইহা নিজ শহরে প্রথম পরিদর্শন।

নোটঃ সরকারী ভাবে আগত শরণার্থীদের সাহায্য সহযোগিতা করলেও স্থানীয় শান্তি কমিটি নেতারা সম্পদশালী হিন্দুদের পরবর্তীতে আরও নিগ্রহ করা শুরু করলে তারা আবার ভারত ফিরে যায়। মুসলিম লীগ নেতা আব্দুল আলিম ছিলেন তাদের শীর্ষ নেতা।

 

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!