১৩ অক্টোবর ১৯৭১ঃ জমিয়ত থেকে মোহসেন উদ্দিন দুদু মিয়ার পদত্যাগ
জমিয়ত ওলামায়ে ইসলাম এর প্রাদেশিক সভাপতি মোহসেন উদ্দিন দুদু মিয়া দলথেকে পদত্যাগ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন ৬৯ সালে তাকে প্রাদেশিক সভাপতি করার পর দলকে জনপ্রিয় করার নানা প্রচেষ্টা নেন তিনি। তিনি সব সময় কার্যনির্বাহক কমিটির সিদ্ধান্ত নিয়েই সকল সিদ্ধান্ত নিতেন। তা সত্ত্বেও তার এ মেয়াদ কালের মধ্যে অপরাপর নেতৃত্ব এর সাথে তার বিরোধ সৃষ্টি হয়। পূর্ব পাকিস্তান ইস্যু তে বিরোধ আরও বৃদ্ধি পায়। ফলে দলের সারগোদা সভায় দলের কেন্দ্রীয় সভাপতি হাজারভি এবং সাধারন সম্পাদক মুফতি মাহমুদের উপস্থিতিতে তিনি পদত্যাগ পত্র দাখিল করেছেন। পদত্যাগ পত্র দাখিলের পর তিনি আর সে সভায় উপস্থিত থাকেননি।
নোটঃ দুদু মিয়া ছিলেন্ন জামাতে ইসলামী অনুগত এবং চরম আওয়ামী লীগ বিদ্বেষী। দলের অপরাপর নেতারা ছিলেন কঠোর জামাত বিরোধী এবং কিছুটা আওয়ামী লীগ সহানুভূতিশীল।