১৩ অক্টোবর ১৯৭১ঃ জাতিসংঘ থেকে ফিরে মাহমুদ আলী বলেন
জাতিসংঘ সাধারন পরিষদে পাকিস্তান প্রতিনিধিদল নেতা ও পিডিপি ভাইস প্রেসিডেন্ট মাহমুদ আলী নিউইয়র্ক থেকে করাচী পৌঁছেই সাংবাদিকদের বলেন বিশ্ববাসী ভারতের ধোঁকাবাজি বুঝতে পেরেছে। নুরুল আমিন তাকে দেশে ফেরত আসতে বলায় তিনি দেশে ফিরে এসেছেন এবং তিনি কিছুদিন পর আবার নিউইয়র্ক ফিরে যাবেন। তিনি বলেন শরণার্থী সাহায্য নিয়ে ভারতের ধোঁকাবাজি বিশ্ববাসী বুঝতে পেড়েছে। বিশেষ করে পাকিস্তান সরকার জাতিসংঘের মাধ্যমে শরণার্থীদের ফিরে আসার জন্য যে সুযোগ সুবিধা দিচ্ছে তা সত্ত্বেও তাদের ফিরতে ভারত বাধা দিচ্ছে। তিনি বলেন বিশ্ববাসী এ সকল শরণার্থীদের পুনর্বাসনে সাহায্য দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। তিনি প্রেসিডেন্ট এর গতকালের ভাষণ সম্পর্কে বলেন এর চেয়ে সুখের সংবাদ আর হতে পারে না। তিনি বলেন জাতিসংঘে চীনের সদস্য পদ প্রাপ্তি বিষয়ে তিনি আশাবাদী।