১৩ অক্টোবর ১৯৭১ঃ কুমিল্লা সফরে নিয়াজি
জেনারেল নিয়াজি একদিনের সফরে কুমিল্লা সফর করেন। তার সাথে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাগণ ছিলেন। সেখানে তিনি জওয়ান ও রাজাকারদের সাথে কথা বলেন তাদের যৌথ কার্যকলাপে তিনি সন্তোষ প্রকাশ করেন। সীমান্তে ভারতের ব্যাপক সৈন্য সমাবেশের প্রেক্ষিতে এবং ভারতীয় নেতাদের যুদ্ধের হুমকির মোকাবেলায় তিনি বলেন ইনশাল্লাহ আমরা শত্রুদের তাদের সীমানায় ঢুকিয়ে দিতে পারব। ঘন ঘন গোলাবর্ষণ সত্ত্বেও নিয়াজি মটর সাইকেল যোগে সীমান্তের কাছাকাছি যান। সেখানে তিনি সেনা ও স্থানীয় জনগনের সাথে কথা বলেন।