You dont have javascript enabled! Please enable it! 1971.10.12 | পিপিপি প্রতিনিধিদলের গভর্নর ডা. মালিকের সঙ্গে সাক্ষাৎ - সংগ্রামের নোটবুক

১২ অক্টোবর ১৯৭১ঃ পিপিপি প্রতিনিধিদলের গভর্নর ডা. মালিকের সঙ্গে সাক্ষাৎ

পিপিপি প্রতিনিধিদল এদিন গভর্নর ডা. মালিকের সঙ্গে দেখা করেন। পিপিপি প্রতিনিধিদল নেতাদের সঙ্গে সাবেক পিডিপি নেতা আবদুস সালাম খান, বহিষ্কৃত কাইউম মুসলিম লীগ নেতা কাজী কাদের, জমিয়ত নেতা পীর মোহসিন উদ্দিন দুদু মিয়া, হালিমুদ্দিন, কুষ্টিয়ার সাবেক এমএলএ মিয়া মনসুর আলীর সঙ্গেও দেশের পরিস্থিতি এবং নির্বাচন সংক্রান্ত বিষয় আলোচনা হয়। পরে পিপিপি নেতা কাওসার নিয়াজী জানায়, নির্বাচনে পিপিপি প্রতিটি আসনে প্রার্থী মনোনয়ন দেবে। তিনি বলেন এখন পর্যন্ত ২২ জন প্রার্থী পিপিপি থেকে মনোনয়ন চেয়েছে। পরে ঢাকায় পিপিপি প্রতিনিধিদল পূর্বাঞ্চলীয় সামরিক প্রধান লেঃ জেনারেল নিয়াজীর সঙ্গে দেখা করেন। লেঃ জেনারেল নিয়াজী তাদেরকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস দেন।

নোটঃ কাসুরি ১৯৫৭ সালে আওয়ামী লীগের ভাঙ্গনের পর যে ন্যাপ সৃষ্টি হয় তার সাধারন সম্পাদক ছিলেন। ১৯৬৮ সনে দল ত্যাগ করে পিপিপি তে যোগ দেন। ৭০ এর মুল নির্বাচনে মনোনয়ন পান নাই। পরে উপনির্বাচনে নির্বাচিত হন। ৭২ এ আইন মন্ত্রি হয়ে সংবিধান প্রনয়নে ভুমিকা রাখেন। ৭৩ এ দল ত্যাগ করে আসগর খানের দলে যোগ দেন।