১২ অক্টোবর ১৯৭১ঃ ভাসানী (ন্যাপ) উপনির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে।
ঢাকা এবং আসে পাশের ভাসানী (ন্যাপ) নেতারা রাজনীতির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর সক্রিয় হয়ে উঠেছেন এবং দলের সাধারন সম্পাদক মশিউর রহমান ঢাকার শান্তিনগর অফিসে কর্মী ও নেতা সভা ডেকেছেন। দীর্ঘদিন পর ন্যাপ অফিস সরগরম হয়ে উঠেছে। গুঞ্জন উঠেছে ন্যাপ আসন্ন উপনির্বাচনে অংশ নিবে। দলের একাংশ পিপিপির সাথে বিলীন হওয়ার প্রক্রিয়ায় ছিল এক্ষনে তারা সিদ্ধান্ত নিয়েছে স্বতন্ত্র হিসেবে তার দল নির্বাচনে অংশ নিতে পারে।
নোটঃ এদলের শীর্ষ নেতা ভাসানী, কাজী জাফর, মেনন, রনো, জুনো, মান্নান ভুইয়া সহ অনেকেই স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়ে ভারতে অবস্থান করছেন।