You dont have javascript enabled! Please enable it! 1971.09.28 | পাকিস্তান সমস্যার ব্যাপারে ইরান ১০০ ভাগ পাকিস্তানের পিছনে আছে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী জনাব খালাতবারি - সংগ্রামের নোটবুক

২৮ সেপ্টেম্বর ১৯৭১ ইরান

নিউইয়র্ক, ইরানের পররাষ্ট্রমন্ত্রী জনাব খালাতবারি পূর্ব পাকিস্তানের ঘটনাবলীর প্রশ্নে পাকিস্তানকে সমর্থন করিয়া ভারত পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করার জন্য প্রচেষ্টা চালানোর আহবান জানান। তিনি জাতিসংঘ সাধারন পরিষদে বক্তৃতায় এই মন্তব্য করেন। পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এবং এর ফলে শরণার্থী সমস্যা দুইটি দেশের ইতিপূর্বের উত্তেজনাকর সম্পর্ককে আরও সঙ্কট পূর্ণ করে তুলেছে। সীমান্তের উভয় পার্শে মানবিক সমস্যাগুলি মোকাবেলায় জাতিসংঘের মাধ্যমে বিশ্বব্যাপী সকল প্রচেষ্টার প্রতি তার দেশের সমর্থন আছে। তিনি আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট ইয়াহিয়া তার সর্বশেষ পরিকল্পনা মোতাবেক এই সমস্যা শান্তিপূর্ণ উপায়ে সমাধান এর প্রচেষ্টা নিবেন।
একই দিন ইরানের শাহ প্যারিসে ফরাসী পত্রিকা লা ফিগারে এর সাথে সাক্ষাৎকারে একই বক্তব্য দেন। তিনি বলেন পাকিস্তান সমস্যার ব্যাপারে ইরান ১০০ ভাগ পাকিস্তানের পিছনে আছে। ইরান ও পাকিস্তানের জনগন একই রেস ভুক্ত এবং তিনি ও ইয়াহিয়া পারস্পরিক বন্ধু হওয়া সত্ত্বেও কোনরূপ জাতিগত উন্মাদনার বশবর্তী না হইয়া ইসলামের বন্ধনে আরও অধিক ভাবে একতাবদ্ধ হইয়াছে।