You dont have javascript enabled! Please enable it! 1971.10.10 | সাতক্ষীরা শান্তি কমিটির সভায় জামাত ও শান্তি কমিটি নেতা কাজী শামসুর রহমান - সংগ্রামের নোটবুক

১১ অক্টোবর ১৯৭১ঃ সাতক্ষীরা শান্তি কমিটির সভায় জামাত ও শান্তি কমিটি নেতা কাজী শামসুর রহমান

সাতক্ষীরায় শান্তিকমিটির উদ্যোগে স্থানীয় শিশু পার্কে অ্যাডভোকেট আব্দুল খায়েরের সভাপতিত্বে এক সভা হয়। সভায় শান্তিকমিটির নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে যে, দুনিয়ার এমন কোনো শক্তি নেই পাকিস্তানকে ধ্বংস করতে পারে। সভায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখে মহকুমা প্রশাসক এম. শাহাজাহান আলী, রাজাকার বাহিনী প্রধান আব্দুল্লাহ বাকী এবং মহকুমা শান্তিকমিটির সম্পাদক ও জামাতে ইসলামীর সাতক্ষীরা কলারোয়া থেকে সংসদ সদস্য প্রার্থী কাজী শামসুর রহমান। রাজাকার প্রধান আব্দুল্লাহ বাকী তার বক্তব্যে বলে যে, জীবন দিয়ে হলেও আমরা পাকিস্তানকে রক্ষা করবো।
নোটঃ কাজী শামসুর রহমান ৯১ ও ৯৬ সালে এমপি নির্বাচিত হন।