You dont have javascript enabled! Please enable it! 1971.10.11 | করাচীতে অর্থমন্ত্রী আব্দুল কাসেম - সংগ্রামের নোটবুক

১১ অক্টোবর ১৯৭১ঃ করাচীতে অর্থমন্ত্রী আব্দুল কাসেম

অর্থমন্ত্রী আব্দুল কাসেম পশ্চিম পাকিস্তানে সফরে করাচী পৌঁছে এক সাংবাদিক সম্মেলনে জানান, দেশের অবস্থা দ্রুত স্বাভাবিক হয়ে আসছে। দেশপ্রেমিক জনগণ এবং রাজাকার বাহিনী দুষ্কৃতকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। প্রতিদিনই রাজাকাররা দুষ্কৃতকারীদের খতম এবং আটক করছে এবং অস্র উদ্ধার করছে। পশ্চিম-পাকিস্তান যাওয়ার আগে তিনি দিনাজপুর টাউন হলে এক সভায় বক্তব্য রাখেন। সেখানে তিনি দুষ্কৃতকারীদের প্রশ্রয় না দিয়ে ধরিয়ে দেয়ার জন্য জনসাধারণের প্রতি আহবান জানান। তিনি বলেন দুষ্কৃতকারীরা পাকিস্তানকে ধ্বংস করতে চায় এদেরকে কোনোমতেই প্রশ্রয় দেয়া ঠিক হবে না। দিনাজপুরের আগে তিনি বগুড়ার শিবগঞ্জে দালাল ও শান্তিকমিটির নেতাদের সঙ্গে মিলিত হন।