কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বিরাট অঞ্চল মুক্ত
(নিজস্ব সংবাদদাতা)
রাঙ্গামুড়া, ২৭ নভেম্বর সীমান্তের অপরপার হইতে প্রাপ্ত খবরে প্রকাশ, গত ২১, ২২ ও ২৩ নভেম্বর তারিখে মুক্তিবাহিনীর বীর গেরিলারা বাংলাদেশের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার দত্তসার, জগন্নাথ দিঘি, চৌদ্দগ্রাম, কালীরবাজার, চিয়ড়া, বাতিসা, সেনাপতি দিঘি প্রভৃতি স্থানে পাক সেনার ঘাঁটিসমূহের উপর প্রচণ্ড আক্রমণ চালায়। ইহাতে উভয়পক্ষে ভীষণ যুদ্ধ চলে। মুক্তিবাহিনীর প্রচণ্ড আক্রমণের মুখে পাক সেনাবাহিনী বেশিক্ষণ টিকিতে না পারিয়া পলাইয়া যাইতে বাধ্য হয়। বীর মুক্তিযোেদ্ধারা এই সংঘর্ষে অন্যূন ৩০ জন পাক ফৌজকে খতম করে এবং ৩ জন পাকসেনা বন্দি হয়।
দখলদার বাহিনীকে হটাইয়া দিয়া চৌদ্দগ্রাম থানার এই বিরাট অঞ্চল মুক্ত করার পর ২৩ নভেম্বর তারিখে কয়েক হাজার লােক মুক্তিবাহিনীকে সম্মুখে রাখিয়া স্বাধীন বাংলাদেশের পতাকা নিয়া মিছিল সহকারে বিজয়ােৎসব পালন করে।
গত ১৪ জুন হইতে এই যাবত চৌদ্দগ্রাম থানার একমাত্র চিয়ড়া অঞ্চলেই ৫৫০ জনের অধিক দখলদার পাক সেনা মুক্তিবাহিনীর হাতে প্রাণ হারাইয়াছে। শতাধিক রাজাকার ও দালাল খতম হইয়াছে। ৩০০ জনের অধিক নারী ও পুরুষ গােয়েন্দা মুক্তিবাহিনীর হাতে ধরা পড়িয়াছে।
সূত্র: জাগরণ
২৬ সেপ্টেম্বর, ১৯৭১