You dont have javascript enabled! Please enable it! 1971.10.11 | ঢাকায় মুফতি মাহমুদ - সংগ্রামের নোটবুক

১১ অক্টোবর ১৯৭১ঃ ঢাকায় মুফতি মাহমুদ

জমিয়ত হাজারভি গ্রুপ নেতা মুফতি মাহমুদ ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে বলেছেন আসন্ন উপ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না। উপনির্বাচনে তার দল সুবিধাজনক আসনেই মনোনয়ন দিবে। তিনি উপনির্বাচনের আগে মন্ত্রীসভা ভেঙ্গে দেয়ার দাবী জানান। রাজাকার আলবদর বাহিনী বিলুপ্ত করা। শান্তি কমিটিতে সকল দলের সমান সুযোগ দেয়া। তিনি সাধারন লোকদের উপর নির্যাতনকারী রাজাকার সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানাইয়াছেন। তিনি বলেন সাধারন ক্ষমা নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর প্রযোজ্য হওয়া উচিত কেননা উহা সুন্নতে রাসুল। তিনি বলেন রাসুল মক্কা বিজয়ের পর তার চরম শত্রুদের ক্ষমা করিয়া দিয়াছিলেন। আসন্ন নির্বাচনে সশস্র রাজাকারদের কোন রাজনৈতিক দলের পক্ষে কাজ করতে দেয়া হবে না। তিনি বর্তমান রাজাকার বাহিনী বিলুপ্ত করে জাতীয় রাজাকার বাহিনী গড়ে তোলার আহবান জানান।