বঙ্গবন্ধুর ভাষণসমগ্র | কংগ্রেস-আওয়ামী লীগ আলোচনার শেষে | ২০ মে ১৯৫৬ | ঢাকা।
কংগ্রেস-আওয়ামী লীগ আলোচনার শেষে
২০ মে ১৯৫৬
ঢাকা।
জনাব আতাউর রহমান খান পরিষদের অধিকাংশ সদস্যের আস্থাভাজন। এমতাবস্থায় জনাব সরকার ক্ষমতাসীন রহিলে তাহা গণতান্ত্রিক নীতি ও পদ্ধতি অস্বীকারের শামিল হইবে। তবে তিনি ৩১ শে মে পর্যন্ত ক্ষমতাসীন থাকিতে পারেন। বর্তমান পরিস্থিতিতে গভর্নরকে সার্টিফিকেট দ্বারা বাজেট অনুমোদন করিতে হইবে। জনাব সরকার যদি মনে করেন যে, ইহার পর তাহাঁকেই মন্ত্রীসভা গঠন করিতে বলা হইবে, তাহাঁ হইলে আমি শুধু ইহাই বলিব যে, গভর্নর সর্বশক্তিমান নহেন। কারণ আমরাই সংখ্যাগরিষ্ঠতার অধিকারী এবং সমর্থক সদস্যদের স্বাক্ষর দ্বারা তাহাঁ প্রমাণ করিব। গভর্নরের বিরোধী দলীয় নেতা জনাব আতাউর রহমান খানকেই নয়া মন্ত্রীসভা গঠনের জন্য আহ্বান করা উচিৎ। কারণ সাম্প্রতিক খাদ্য সংকটের পরিপ্রেক্ষিত বর্তমান অবস্থা বেশিদিন চলিতে পারেনা।
Reference:
দৈনিক আজাদ, ২১ মে ১৯৫৬