বঙ্গবন্ধুর ভাষণসমগ্র | এডোয়ার্ড পার্কে বিশাল জনসভায় ভাষণ | ২১ আগস্ট ১৯৫২ | বগুড়া
এডোয়ার্ড পার্কে বিশাল জনসভায় ভাষণ
২১ আগস্ট ১৯৫২
বগুড়া
… জীবন সংগ্রামই মানব ইতিহাসের মূল কাহিনী – মানুষের ধ্যান, ধারণা, সুখ, দুঃখ প্রভৃতির বিকাশ লাভের মূলে আছে এই জীবন সংগ্রাম। এই জীবন সংগ্রামের তাগিদেই মানুষ সরকারের নীতির সমালোচনা করে। কিন্তু সরকার এই সমালোচনা সহ্য করতে না পেরে ফ্যাসিস্ট কায়দায় নিরাপত্তা আইন প্রয়োগ করে জীবন সংগ্রামের তাগিদে মানুষের স্বতঃস্ফুর্ত ভাবধারার টুটি চেপে ধরেছেন।
(সর্বদলীয় প্রস্তুতি কমিটি জিন্দাবাদ এবং পাটের নূন্যতম মূল্য ৪০ চাই ধ্বনিতে মুখরিত ৪-৫ হাজার মানুষের সভা মাগরেবের ওয়াক্তে শেষ হয়।)
Reference:
Hasina, S. (2018) Secret Document of Intelligence Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, Vol – II, p 332-333, Sheikh Hasina, Hakkani Publishers