You dont have javascript enabled! Please enable it!

আর এস এস নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান কর্তৃক গাড়াপােতা শরণার্থী শিবিরে সাম্প্রদায়িক প্রচার
(স্টাফ রিপাের্টার)

নবগাঁ, ১৩ জুন এখান থেকে ৫ মাইল দূরে গাঁড়াপােতা গ্রামের শরণার্থী শিবিরে বাঙলাদেশ থেকে আগত নরনারীদের মধ্যে বাস্তুহারা সহায়তা সমিতি’ নামক এক তথাকথিত জনকল্যাণমূলক প্রতিষ্ঠান সাম্প্রদায়িক প্রচার কার্য চালাচ্ছে। প্রকাশ, ঐ প্রতিষ্ঠানটি গুরু গােলওয়ালকর নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক স দ্বারা পরিচালিত। সরকারী কর্তৃপক্ষ ঐ প্রতিষ্ঠানটিকেই শরণার্থীদের জন্য খাদ্য পরিবেশনের দায়িত্বে নিযুক্ত করেছেন। ‘হিন্দ আধিপত্য স্থাপন’ ইত্যাদি আর-এস-এস প্রবর্তিত বস্তাপচা বুলির প্রয়ােগ ঐ শিবিরে স্ব-কর্ণে শুনে এসেছি।
ঐ শিবিরে আছেন ২০,৫০০ শরণার্থী। তাঁদের সাহায্যে নিযুক্ত কতিপয় কমিউনিস্ট কর্মী ঐ প্রকার সাম্প্রদায়িক প্রচারের বিরুদ্ধে লড়াই করছেন।
কিন্তু সবচেয়ে বিস্ময়ের কথা, মহকুমা প্রশাসনিক কর্তৃপক্ষ এ বিষয়ে সম্পূর্ণ উদাসীন। শিবির পরিচালনার দায়িত্বে যে সরকারী কর্মকর্তাটির নাম লিপিবদ্ধ তিনি ঐ প্রচার রােধে কোন দৃঢ় পদক্ষেপ গ্রহণ করছেন না।

সূত্র: কালান্তর, ১৬.৬.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!