You dont have javascript enabled! Please enable it!

১০ অক্টোবর ১৯৭১ঃ পিপিপি রাজা গ্রুপের চেয়ারম্যান আহমদ রাজা কাসুরী ঢাকায় এসেছেন।

সপ্তাহব্যাপী পূর্ব-পাকিস্তান সফরে পিপলস পার্টির রাজা গ্রুপের চেয়ারম্যান আহমদ রাজা কাসুরী ঢাকা এসেছেন। তার সঙ্গে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শের আলী খানও আসে্ন। আহমদ রাজা কাসুরীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান গভর্নর ডা. আ. মালিক। বিমান বন্দরেই কাসুরি এবং মালিক ৪৫ মিনিট ব্যাপী সভা করেন। সপ্তাহকাল অবস্থান কালে কাসুরি অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথেও আলাপ আলোচনা করবেন।

নোটঃ কাসুরির এই গ্রুপিং ভুটটো ৭৪ সালেও ভুলতে পারেননি। ফলস্বরূপ তার স্পেশাল বাহিনী দ্বারা কাসুরিকে হত্যা চেষ্টা করেন কিন্তু তার বাহিনি তার পরিবর্তে তার পিতাকে খুন করে। এই খুনের জন্যই ভুটটো এর ফাঁসী হয়।