১০ অক্টোবর ১৯৭১ঃ পিপলস পার্টি নেতা কাসুরির ঢাকা আগমন
মিয়া মাহমুদ আলী কাসুরীর নেতৃত্বে পিপলস পার্টির একটি প্রতিনিধিদল ঢাকা আগমন করেন। ঢাকায় তিনি সাংবাদিকদের বলেন, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জনগণের মধ্যে বন্ধুত্ব জোরদার করার জন্যেই তারা ঢাকা এসেছেন। সফরকারী দলের অন্যান্য সদস্যরা হচ্ছে- কাওসার নিয়াজী, আব্দুল হাফিজ কারদার, রউফ তাহির, মালিক আখতার, সৈয়দ সাঈদ হাসান রাও, হাফিজউল্লাহ চৌধুরী, আলী খাদিম। তারা বলেন ভারত ষড়যন্ত্র করে পাকিস্তানীদের দিয়ে পাকিস্তানীদের হত্যা করছে। এজন্যে তারা এক শ্রেণীর সমাজবিরোধীদের কাজে লাগাচ্ছে। ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
নোটঃ পিপিপিতে যোগদানের আগে মিয়া মাহমুদ আলী কাসুরী অল পাকিস্তান ভাসানী ন্যাপ এর সাধারন সম্পাদক ছিলেন।