১০ অক্টোবর ১৯৭১ঃ মন্ত্রীদের মধ্যে দায়িত্ব রদবদল
পুরাতন মন্ত্রীদের যাদের অতিরিক্ত দপ্তর ছিল তাদের কাছ থেকে কিছু মন্ত্রনালয় কর্তন পূর্বক নবনিযুক্ত মন্ত্রীদের দেয়া হয়েছে। তথ্য মন্ত্রনালয়ে সবচে অনভিজ্ঞ মন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে কারন এ মন্ত্রনালয় সরাসরি সেনাদপ্তর নিয়ন্ত্রন করে থাকেন।