বন-এ পররাষ্ট্রমন্ত্রী
বণ, ৯ জুন (এপি) পররাষ্ট্র মন্ত্রী সর্দার শরণ সিং পশ্চিম জার্মানীর নেতৃবর্গের সঙ্গে আলােচনা করার জন্য আজ এখানে পৌঁছেছেন। সর্দার সিং বাঙলাদেশে থেকে আগত শরণার্থীদের সমস্যা নিয়ে এবং তারা যাতে স্বদেশে ফিরে যেতে পারেন তার জন্য সাহায্য করার ব্যাপারেই নেতবর্গের সঙ্গে আলােচনা কর আশা করা যাচ্ছে।
বনে থাকাকালীন তিনি অন্যান্যদের মধ্যে প্রেসিডেন্ট উইলি ব্রান্ট এবং পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলােচনা করবেন।
পরে পার্লামেন্টে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাল থােয়েরর্চ জানান, মন্ত্রিসভা আজ এক বৈঠকে মিলিত হয়ে বাঙলাদেশ শরণার্থীদের সাহায্যের ব্যাপারে আলােচনা করবে।
সূত্র: কালান্তর, ১০.৬.১৯৭১