দৈনিক পাকিস্তান
১৭ ফেব্রুয়ারি ১৯৬৯
পুলিশের গুলিতে ১৬ জন হতাহত : ৩ জন মন্ত্রী ও লীগ প্রধানের গৃহে অগ্নিসংযোগ :
লীগ অফিস ভস্মীভূত : ১৪৪ ধারা জারী : কারফিউ : সেনাবাহিনী তলব
(স্টাফ রিপোর্টার)
গতকাল ঢাকায় পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত ও অন্যুন ১৫ জন গুরুতররূপে আহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতা বিকেলে ও সন্ধ্যায় কয়েকটি বাড়ী ও গাড়ী পুড়িয়ে দিলে অবস্থা মোকাবিলার জন্য বেসামরিক কর্তৃপক্ষকে সাহায্যের জন্য সামরিক বাহিনী তলব করা হয় এবং সন্ধ্যা ৭টা হতে সকাল ৭টা পর্যন্ত ১২ ঘণ্টাব্যাপী সান্ধ্য আইন জারী করা হয়। ঐদিন বিকেল ৩টায় পল্টন ময়দানে মরহুম সার্জেন্ট জহুরুল হকের জানাজা শেষে আজিমপুর গোরস্থানের উদ্দেশ্যে লাশ নিয়ে এক বিরাট শবযাত্রা শুরু হয়। শবযাত্রা আবদুল গনি রোড অতিক্রম করার শেষ পর্যায়ে প্রাদেশিক যোগাযোগ মন্ত্রী জনাব সুলতান আহমদের গৃহের সম্মুখে মিছিলের শেষ প্রান্তের কিছুলোক লাশের উপর ফুল স্থাপনের জন্য ফুল সংগ্রহের চেষ্টা করে। প্রকাশ এই নিয়ে গোলযোগের সূত্রপাত হয় ও উক্ত গৃহে প্রহরারত পুলিশ গুলিবর্ষণ করলে এক ব্যক্তি নিহত হয় ও ৫জন আহত হয়।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯