You dont have javascript enabled! Please enable it!

‘বাঙলাদেশ’-এর মুক্তিসংগ্রামের সমর্থনে
পাক হাই-কমিশনের সামনে যুব কংগ্রেস-ছাত্র পরিষদের বিক্ষোভ
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ১৭ এপ্রিল ‘বাঙলাদেশ’-এ ইয়াহিয়া বাহিনীর অমানুষিক গণহত্যার প্রতিবাদে, ওপার বাঙলার মুক্তি সংগ্রামের সমর্থনে, স্বাধীন বাঙলাদেশ থেকে সকল পাকসৈন্য অপসারণ এবং ও দেশের সাবভৌম রাষ্ট্রকে স্বীকৃতিদানের দাবিতে আজ বিকেলে পশ্চিমবঙ্গ যুব-কংগ্রেস ও ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে পাকিস্তান হাইকমিশনের সামনে তরুণ তরুণীদের এক সুবৃহৎ শােভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন করে।
এই বিক্ষোভ মিছিল কলকাতা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পাক হাই-কমিশনের সামনে এসে উপস্থিত হয়।
এরপর পাকিস্তান হাইকমিশনের সামনে রাজপথের উপরেই অনুষ্ঠিত হল নকল রাষ্ট্রস অধিবেশন। এই অধিবেশনে সােভিয়েত প্রতিনিধি বাঙলাদেশ’কে সমর্থন করে বক্তব রাখলে তা বিপুলভাবে সম্বধিত হয়।

সূত্র: কালান্তর, ১৮.৪.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!