সােভিয়েত ত্রাণ-বিমানে প্রথম দিনে ১৩৭টি শরণার্থী পরিবারের মানা শিবির গমন
(স্টাফ রিপাের্টার)
বাঙলাদেশের শরণার্থীদের সাহায্যে আগত সােভিয়েত ত্রাণ বিমান দুটি আজ সারাদিনে তিন দফায় দমদম বিমান বন্দর থেকে ১৩৭টি পরিবারের প্রায় ৪ শত নর-নারী শিশুকে মধ্য প্রদেশের রায়পুরে বহন করে নিয়ে গেছে। সেখান থেকে তাঁরা কেন্দ্রীয় মানা ত্রাণ শিবিরে আশ্রয় লাভ করেন।
ভারত সরকারের অনুরােধে পশ্চিমবঙ্গের জনবহুল সীমান্ত এলাকা থেকে বাঙলাদেশের শরণার্থীদের অন্যান্য রাজ্যের ত্রাণ শিবিরে পাঠানাের কাজে সহায়তার জন্য সােভিয়েত সরকার মস্কো থেকে গতকাল এই এ এন ১২ পরিবহন বিমান ২টি কে কলকাতায় পাঠান।
আজ সে সব শরণার্থীদের মানা শিবিরে স্থানান্তরিত করা হয়েছে, তাঁরা মাসাধিকালে বারাসতে এসেছিলেন। এরা প্রধানত বাঙলাদেশের যশাের ও খুলনা জেলা থেকে সীমান্ত পেরিয়ে ভারতে আনেন।
আজ সকাল সাড়ে ৬টার কিছু পরে একটি সােভিয়েত ত্রাণ-বিমান প্রথম দফার দমদম বিমান বন্দর থেকে যাত্রা করে। এই বিমানে ১০০ জন শরণার্থী ছিলেন। এই বিমানটি চালনা করেন সােভিয়েত বৈমানিক ক্যাপ্টেন সি, এফ, খহমেলের নেতৃত্বে ৫ জনের এক বিমান কর্মদিল।
সূত্র: কালান্তর, ১৬.৬.১৯৭১