You dont have javascript enabled! Please enable it!
আমাদের সম্পদে সমৃদ্ধ হয়েছে পশ্চিম পাকিস্তান
:::::::::::::::::::::
পাকিস্তানের সাথে বাংলাদেশের অসাম্যের ফলেই ধীরে ধীরে ক্রোধ জমা হতে থাকে। এবং তার নগ্ন প্রমাণ এই দলিলটি। এখানে পাকিস্তানের দুই অঞ্চলের আভ্যন্তরীণ বাণিজ্য তুলে ধরা হয়েছে। এখানে দেখা যাচ্ছে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব বাংলায় পণ্য আনার পরিমাণের চেয়ে পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে পণ্য নেয়ার পরিমাণ অনেক অনেক গুণ বেশী। যা প্রথম ৩ বছরে ৩ গুণ, পরের ৫ বছরে ১২ গুণ, পরের ৫ বছরে ১৯ গুণ এবং পরের ৫ বছরে ২৬ গুণের বেশী বৃদ্ধি পায়। অপরদিকে পূর্ব পাকিস্তানে ৬ গুণ বাড়তে ১৩ বছর লাগে। শুধু তাই নয়; তার পরের ৫ বছরে বলতে গেলে কোন বৃদ্ধিই হয়নি। আমাদের সম্পদে সমৃদ্ধ হয়েছে পশ্চিম পাকিস্তান। যেহেতু আমরা একই দেশের অংশ ছিলাম কাজেই এটিকে আন্তঃদেশীয় রপ্তানি বৃদ্ধির সাথে তুলনা করা যায়না। (ব্যাখ্যা, প্রথম কমেন্টে।)
::::::::::::::::
References:
Interwing Trade in Pakistan Causes, Consequences and Prospects, K. L. Seth posted, pp 24-25
Economic Survey 1965-66, Govt of Pakistan, 1966.
সংগ্রামের নোটবুক
error: Alert: Due to Copyright Issues the Content is protected !!