পাক নাশকতায় সাহায্য করলে কঠোর শাস্তি – কাছাড়ের অধিবাসীদের প্রতি আসাম সরকার
শিলং, ১৭ সেপ্টেম্বর-আসামের কাছাড় জেলায় পাক চরদের তৎপরতা ব্যাপক ভাবে বেড়ে যাওয়ায় আসাম সরকার কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা চিন্তা করছেন। গত বুধবার করিমগঞ্জের কাছে ট্রেন দুর্ঘটনার তদন্তের জন্য বহু ব্যক্তিকে আটক করা হয়েছে। ওদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী আজ সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, তদন্তে যদি প্রমাণিত হয় স্থানীয় জনসাধারণ এ ধরনের নাশকতায় সাহায্য করছেন, তাহলে সরকার স্থানীয় জনসাধারণের উপর শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাধ্য হবেন। সম্প্রতি পাক নাশকতায় লিপ্ত সন্দেহে ৫৮ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।ট্রেন দুর্ঘটনায় নিহতের পরিচয় গৌহাটি, থেকে পাওয়া এক খবরে জানা যায়, করিমগঞ্জের কাছে গত বুধবার ট্রেন দুর্ঘটানয় নিহত জওয়ানের পরিচয় পাওয়া গিয়েছে। তিনি সামরিক বাহিনীর ল্যানস নায়েক শ্রীজগদীশ চঁাদ।
Reference: ১৮ সেপ্টেম্বর ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা