পাকবাহিনী পূর্ববঙ্গে ‘মাইলাই’– এর পুনরাবৃত্তি ঘটচ্ছে- বৃটিশ লেবার পার্টির সংসদ সদস্য ডগলাস ম্যানের মন্তব্য
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ২৩ এপ্রিল পশ্চিম পাকিস্তান পূর্ববঙ্গকে আক্রমণ করেছে। এবং প্রত্যহ পূর্ববঙ্গে পাক সামরিক বাহিনী ‘মাইলাই’ হত্যাকাণ্ড অনুষ্ঠিত করছে।
আজ প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বৃটিশ লেবার পার্টির সংসদ সদস্য শ্ৰী, বি ডগলাস ম্যান উপরােক্ত মন্তব্য করেন।
ভিয়েতনামে আমেরিকানরা যে বর্বর ধ্বংসলীলা চালাচ্ছে পশ্চিম পাকিস্তান সরকারও পূর্ববঙ্গে অনুরূপ কাণ্ড করছে কিনা এই প্রশ্নে তিনি বলেন আমি ভিয়েতনামে যাই নি, তবে পূর্ববঙ্গে পাঞ্জাবী সৈন্যরা বেপরােয়া গুলি বর্ষণ করে হত্যা করছে এবং সন্ত্রাস সৃষ্টি করে চলেছে। তিনি বলেন তাঁর সরকারও পূর্ববাঙলার ঘটনাকে পাকিস্তানের আভ্যন্তরীণ ব্যাপার বলে মনে করে না। বাঙলাদেশকে স্বীকৃতিদানের প্রশ্নে শ্রীম্যান বলেন এ ব্যাপারে ভারতের উদ্যোগ নেওয়া উচিত।
পূর্ববঙ্গের দুর্গত এবং উদ্বাস্তুদের জন্য আন্তর্জাতিক দায়িত্ব নিতে হবে বলে তিনি বলেন। পশ্চিম পাকিস্তানকে পূর্ববঙ্গে নৃশংস হত্যাকাণ্ড বন্ধ করার জন্য চাপ সৃষ্টির উদ্দেশ্যে তার দল ব্রিটিশ সরকারে কাছে দাবি করবেন বলে তিনি মন্তব্য করেন। শ্রীমান পশ্চিম পাকিস্তানে যাবার আশা প্রকাশ করেন।
সূত্র: কালান্তর, ২৪.৪.১৯৭১