You dont have javascript enabled! Please enable it! 1971.04.25 | চট্টগ্রাম বন্দরে ঢুকতে না পেরে কলকাতায় আরও একটি জাহাজ | কালান্তর - সংগ্রামের নোটবুক

চট্টগ্রাম বন্দরে ঢুকতে না পেরে কলকাতায় আরও একটি জাহাজ

শ্রমিক ইউনিয়নের বয়কট সিদ্ধান্ত বহাল কলকাতা, ২৪ এপ্রিল বাঙলাদেশের চট্টগ্রাম ও চালনা বন্দরে গমের চালান খালাস করতে অসমর্থ হয়ে আজ গ্রীক মালবাহী জাহাজ “তালাথা” কলকাতা বন্দরে এসেছে।
জাহাজটি উক্ত বন্দর দুটিতে মাল খালাস করার জন্য এক পক্ষকাল অপেক্ষা করেও সুরাহা হয় না। ফিরে যাবার মুখে জ্বালানীর ঘাটতি হওয়ায় জাহাজটি এখানে এসে ভিড়েছে।
কলকাতা পাের্ট শ্রমিক ইউনিয়ন যদিও বাঙলাদেশগামী জাহাজ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে, তবু ডাঙ্গায় বানের বিপদের জন্য এক বিশেষ ব্যবস্থা হিসেবে জাহাজকে এখানে আসতে দেওয়া হয়।
ইউনিয়নের এক মুখপাত্র জানান যে, জাহাজটিকে ফিরে যেতে দেওয়া হবে যদি না তদন্ত করে দেখা যায় যে, জাহাজে চাল ছাড়া অন্য কোন “মাল” নিয়ে যাওয়া হচ্ছিল।
এদিকে, পাকিস্তানের ভাড়া করা ‘আইভরি নেপচুন’ নামে যে জাহাজটি কলকাতা বন্দরে এসেছিল, তা ফিরে যাবার সার্টিফিকেট দেবার জন্য ইউনিয়নকে অনুরােধ জানিয়েছে।
ইউনিয়নের নেতা শ্রীশান্তিশ্যাম চক্রবর্তী জানিয়েছে যে, এ জাহাজে অনুসন্ধান করে “আপত্তিজনক” কিছু তারা পাননি। এই জাহাজটির পূর্ব-বাঙলার নাবিক ইতিমধ্যেই ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন।

সূত্র: কালান্তর, ২৫.৪.১৯৭১