বাঙলাদেশ সম্পর্কে চেকোশ্লোভাকিয়া ভারতের সঙ্গে একমত
প্রাগ, ২৮ জুন (এপি) গতকাল এখানে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে যে, এখানে সফরকালে ভারতের পর্যটন ও অসামরিক বিমান মন্ত্রী শ্ৰীকরণ সিং চেক-সরকারের প্রতিনিধিদের কাছে বলেন যে, পূর্ববঙ্গ থেকে ভারতে যে শরণার্থীর দল এসেছে আর বেশিদিন ধরে তাদের বােঝা বহন করা ভারতের পক্ষে অসম্ভব।
চোকোশ্লোভাক কর্তৃপক্ষ সমস্যার গুরুত্ব সম্পূর্ণ রূপে উপলব্ধি করেছেন এর ফলে বাঙলাদেশ সমস্যা এখন এক আন্তর্জাতিক সমস্যার পরিণত হয়েছে। এ ব্যাপারেও তারা ভারতের মনােভাবের সঙ্গে মতৈক্য প্রকাশ করেছেন, ভারতীয় উপমহাদেশে শান্তি বজায় রাখার গুরুত্বের প্রতিও আগ্রহ প্রকাশ করেছেন।
সূত্র: কালান্তর, ২৮.৬.১৯৭১