২৪ সেপ্টেম্বর, ১৯৭১ গোলাম আজম
গোলাম আজম ২ অক্টোবর জামায়াতের নাখালপাড়ার প্রাদেশিক কার্যালয়ে পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর মজলিশে শুরার বৈঠক আহ্বান করেন। মজলিশে শুরার সদস্য ছাড়াও সকল জেলা প্রধান গন এই সভায় অংশ নিবে। জেলা প্রধান গন তাদের এলাকায় সভা করে তাহার সিদ্ধান্ত এই সভায় পেশ করা ছাড়াও দেশের বর্তমান পরিস্থিতি, উপনির্বাচন এবং পার্টি-কর্মীদের করণীয় নিয়ে আলোচনা করা হবে বলে ঘোষণা দেয়া হয়।