২৩ সেপ্টেম্বর, ১৯৭১ঃ যুদ্ধ বর্ণনা
নৌ কমান্ডার একটি দল ছোট ছোট নৌকা নিয়ে চট্টগ্রাম বন্দরের অফ পোর্টে শত্রু জাহাজে মাইন সেট করতে যান। লম্বা দূরত্ব কারণে তারা সফল হতে পারেন নি এবং অপারেশন বাতিল করে ফেরার পথে একজন কমান্ডো , মোহাম্মাদ হসেইন, ডুবে মারা যান। চট্টগ্রামের পতেঙ্গা উপকুলে পাকসেনাদের কোস্টাল নেভি আক্রমণের জন্য ৩ জন কমান্ডোর সমন্বয়ে একটি দলকে পাঠানো হয়। পাকসেনারা সম্পূর্ণ সজাগ ছিল এবং আমাদের ২ জন কমান্ডো ধরা পড়ে যায়। মুক্তিবাহিনীর এক প্লাটুন যোদ্ধা দেওতলীতে এ্যামবুশ পাতে। পাকবাহিনীর একটি দল কুমারসাইল মসজিদের কাছে এলে মুক্তিযোদ্ধারা তাদের ওপর আক্রমণ চালায়। এতে পাকবাহিনীর কয়েকজন হতাহত হয়। মুক্তি বাহিনীর একটি কোম্পানি বিকালে বল্লভপুরে পাক অবস্থানের উপর হামলা করে। ক্যাপ্টেন মাহফুজের আরেকটি কোম্পানি চম্পকনগরে পাক অবস্থানের উপর হামলা করে । পাকিস্তানীরা তাদের জনবল বৃদ্ধি করে হামলা প্রতিহত করে। ১ জন মুক্তিযোদ্ধা নিহত হয় ২ জন মুক্তিযোদ্ধা ও ভারতের ভিতরে এক ভারতীয় সৈন্য আহত হয়। এই দিনে মুক্তিযোদ্ধাদের হামলায় একজন পাক ক্যাপ্টেন নিহত হয় ১৩ বালুচ এর এই ক্যাপ্টেন কোথায় কোন যুদ্ধে মারা যান তাহা জানা যায় নাই।