২৩ সেপ্টেম্বর ১৯৭১: একত্রীকরণ ইস্যুতে কনভেনশন লীগে কোন্দল
কনভেনশন মুসলিম লীগের প্রাদেশিক সভাপতি শামশুল হুদাকে বহিস্কার ইস্যুতে দলটি কোন্দলে জড়াইয়া পড়িয়াছে। শামশুল হুদা বলেন ক্ষমতার লোভে ফজলুল কাদের বেসামাল হইয়া পড়িয়াছেন। তাহার বহিস্কার অবৈধ এবং অগনতান্ত্রিক। তিনি (ফজলুল কাদের) বিবৃতি পাঠাইয়া তাহাকে বহিস্কার করিয়াছেন যা তাহার ক্ষমতা বহির্ভূত । বহিস্কারের ক্ষমতা কার্যকরী সংসদের উপর। তিনি বলেন ৭০ এর নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর কাদের পদত্যাগ পত্র জমা দিয়াছিলেন। কেন্দ্রীয় কার্যকরী সংসদ তা গ্রহন করেও নাই এবং পত্র প্রত্যাহারের অনুরোধ করে নাই। পরবর্তী সভায় তাহার সেই দাখিলকৃত পদত্যাগ পত্র নিয়া সিদ্ধান্ত নেয়া হইবে। ৩০ সদস্য বিশিষ্ট কার্যকরী সংসদের ৯ জন সদস্য পত্রিকায় বিবৃতি দিয়া হুদার পক্ষ নিয়াছে অপর দিকে দলের ৫ নেতা কাদেরের পক্ষ নিয়া পত্রিকায় বিবৃতি পাঠাইয়াছে।