২৩ সেপ্টেম্বর ১৯৭১ঃ কলেরায় শরণার্থী মৃত্যু
ভারতের মেঘালয়ে শরণার্থী শিবির গুলিতে কলেরায় প্রায় ৭৫০০ শরণার্থী মারা গিয়াছে। এ নিয়ে শরণার্থী শিবির গুলিতে ২য় বারের মত কলেরার প্রাদুর্ভাব দেখা দেয়। কেবল জুন মাসেই কলেরায় মারা গেছে ৩০ হাজার শরণার্থী। তখন মেঘালয় কলেরা মুক্ত ছিল। জুন মাসে কলেরায় কেবল কৃষ্ণনগর ফিল্ড হাসপাতালেই ৫০০০ নারী ও শিশু শরণার্থীর মৃত্যু হয়।