কর্নেল আব্দুল কাইউম
কর্নেল আব্দুল কাইউম পাকিস্তান সেনাবাহিনীর পাকিস্তান আমলে প্রথম ও শেষ সোরড অফ অনার পাওয়া বাঙালী অফিসার। পৈতৃক বাড়ি নোয়াখালীর চাটখিল। বাবা ছিলেন ব্রিটিশ আমলের ম্যাজিস্ট্রেট খান বাহাদুর হালিম চৌধুরী। পৈতৃক কর্মস্থল বরিশালে তার জন্ম হয়। ১৯৫২ সালে সেনাবাহিনীতে কমিশন পান। ১১ কেভেলরিতে পোস্টিং ছিল। শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরী ও কবির চৌধুরীর ভাই। ভাইকে হত্যা, বাঙালি হিসাবে চাকুরীতে নিগ্রহ সত্ত্বেও তিনি নিজেকে পাকিস্তানী হিসাবে বেছে নেন। ১৯৭৪ সালে স্বেচ্ছায় চাকুরী থেকে অব্যাহতি নেন। জিয়াউল হকের আমলে(৭৯-৮৯) তাকে তথ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব করা হয়। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যাপক হয়েছিলেন। তিনি ইসলামিক স্টাডিজ ও ধর্মীয় মূল্যবোধের উপর পড়াতেন। তার বেশ কিছু বই প্রকাশ হয়েছে। শেষ বয়সে যুক্তরাষ্ট্রে কন্যার সাথে বসবাসরত থাকা অবস্থায় ২০১৩ সালে মারা যান।