You dont have javascript enabled! Please enable it!

২২ সেপ্টেম্বর ১৯৭১ মুসলিম লীগের দুই অংশের একত্রিকরন

প্রাদেশিক মুসলিম লীগ কনভেনশন এর সভাপতি শামশুল হুদা বলেছেন মুসলিম লীগের দুই অংশের একত্রিকরন তার দলের কার্যকরী কমিটির অনুমোদন লাভ করে নাই। তিনি বলেন কাইউম লীগের খান আব্দুল কাইউম একতরফা একত্রীকরণ ঘোষণা করেছেন যা তার দলের কেন্দ্রীয় প্রধানের মাধ্যমেই ঘোষণা আসা উচিত। ফজলুল কাদের এখন চট্টগ্রামে আছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন একত্রীকরণ সম্পর্কে তার দলের ৬ জন কেন্দ্রীয় নেতা অবহিত আছেন এবং একত্রিকরন বিষয়ে তার একক কোন ক্ষমতা নাই। আগামী ২৫ তারিখে ঢাকায় তার দলের সভা আছে এবং এই বিষয়ে তাদের অনেক দালিলিক কাজ বাকি আছে।

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!