২১ সেপ্টেম্বর, ১৯৭১ জাতিসংঘে বাংলাদেশ প্রতিনিধিদলের নিউইয়র্ক যাত্রা
জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠক স্বাধীন বাংলাদেশের পক্ষে বক্তব্য পেশের জন্য স্বাধীন বাংলার পক্ষ হইতে ১৬ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদলের ১১ জন সদস্য আজ মুজিবনগর হইতে নিউনিয়র্ক পথে নয়াদিল্লী রওয়ানা হইয়া গিয়াছেন। প্রতিনিধিদলের অপর ৫ জন সদস্য ইতিমধ্যেই নিউইয়র্ক পৌছিয়াছেন বা পথে রহিয়াছেন বলিয়া জানা গিয়াছে। বাংলাদেশ সীমান্তে জাতিসংঘ পর্যবেক্ষক নিযুক্তির প্রস্তাব, জল্লাদ ইয়াহিয়া কর্তৃক সুকৌশলে বাংলাদেশ প্রশ্নে বিশ্বজনমত বিভ্রান্ত করার প্রয়াস এবং আপোষের জন্য বিভিন্ন দেশের দুয়ারে দুয়ারে মধ্যস্থতার ধর্ণার জবাবদানের জন্যই বাংলাদেশ প্রতিনিধিদল নিউইয়র্কে যাইতেছেন। শেষ মুহূর্তে দলে আবুল হাসান মাহমুদ আলীকে অন্তর্ভুক্ত করা হইয়াছে।