২০ সেপ্টেম্বর, ১৯৭১ যুদ্ধ সংবাদ
১নং সেক্টরে মুক্তিবাহিনী সুবেদার রহমান আলীর নেতৃত্বে পাকবাহিনীর চম্পকনগর বিত্তপি আক্রমণ করে। কিছুক্ষণের এ যুদ্ধে পাকবাহিনীর ৩ জন সৈন্য হতাহত হয়। মুক্তিযোদ্ধারা কোনোরূপ ক্ষতি ছাড়াই নিজেদের অবস্থানে ফিরে আসে। লাকসামের নারায়নপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাজাকাররা এক বাড়িতে মুক্তিযোদ্ধাদের উপর হামলা চালালে ৫ জন মুক্তিযোদ্ধা নিহত হয়। কিছু অস্র আটক করে। সুনামগঞ্জের দিরাই উপজেলার তানারচর এলাকায় ৯ জন পুলিশ ও ১১ জনের রাজাকার বিশিষ্ট দল টহল দেয়া অবস্থায় মুক্তিযোদ্ধারা আক্রমন করলে ১ পুলিশ নিহত ১ রাজাকার গুরুতর আহত হয়। ২ জন মুক্তিযোদ্ধা নিহত হয়। রাজশাহীর চারঘাট উপজিলার শান্তি কমিটি সাধারন সম্পাদকের বাড়িতে প্রবেশ করে মুক্তিযোদ্ধাদের একটি দল তাকে হত্যা করে। ৭ নং সেক্টরের বঘা ও কুমারশাইলে মাইন বিস্ফোরণে দুইজন পাক সৈন্য নিহত।