৯ অক্টোবর ১৯৭১ঃ বিভিন্ন স্থানে ভারতীয় হামলা
পাকিস্তান সরকারের বরাত দিয়ে জাতীয় সংবাদ পত্রিকা গুলো জানিয়েছে গত দুদিনে যশোর, কুষ্টিয়া, সিলেট, রংপুর, রাজশাহী, বগুড়া, দিনাজপুর, কুমিল্লা জেলায় ২১ টি পয়েন্টে ভারতীয় বাহিনী সহস্রাধিক বার গোলাগুলি বর্ষণ করেছে। এতে ১৯ জন নিরীহ গ্রামবাসী নিহত হয়েছে। কুমিল্লার সালদা নদী, ডিমাতলী, নাড়িয়া বাজার যশোরের কাকডাঙ্গা, বেনাপোল, শ্রুতিপুর, ঝিনাইদহ কুষ্টিয়ার প্রাগপুর,দর্শনা, ভোমরা, ধোপাখালি, ইছাখালি বগুড়ার বরখাদা, হিলি, অন্তাইর রংপুরের মোঘলহাট দিনাজপুরের অমরখানা সিলেটের চান্দলা রাজশাহীর ঘোষপুরে এই হামলা চালানো হয়। এসকল কোন কোন এলাকায় দুবার হামলা করা হয়। নিহতদের মধ্যে ৭ জন মহিলা ৮ জন শিশু। মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষকের বাস ভবনে বোমা হামলা করা হয় ফলে বাসভবনের একাংশ ধ্বংস হয়।