৮ অক্টোবর ১৯৭১ঃ বগুড়ায় আব্বাস আলী খান
জামাত নেতা ও শিক্ষা মন্ত্রী আব্বাস আলী খান এদিন বগুড়ার আলতাফুন্নেসা ময়দানে বলেন ভারত হতে পাকিস্তানী নাগরিকদের স্বগৃহে প্রত্যাবর্তন করে নতুন জীবন শুরু করার আহবান জানান। বিপথগামীদের সাধারন ক্ষমার প্রতি সারা দিতে এবং ভারতীয় মিথ্যা প্রচারনায় বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। পাকিস্তানের এবং ইসলামের আদর্শের ভিত্তিতে দেশের শিক্ষা ব্যবস্থাকে পুনর্বিন্যাসের প্রতি তিনি গুরুত্ব আরোপ করেন। বগুড়ার শেরপুরে অপর এক সমাবেশে আব্বাস আলী খান বাংলাদেশের স্বাধীনতার তীব্র সমালোচনা করে বলেন ‘জয়বাংলা শ্লোগান পাকিস্তানকে ধবংস করার শ্লোগান এবং পাকিস্তানের আদর্শ বিরোধী।