You dont have javascript enabled! Please enable it! 1971.10.08 | গভর্নর মালিক গভর্নর ভবনে তার মন্ত্রীসভায় আরো তিনজন মন্ত্রীকে শপথ গ্রহণ করান - সংগ্রামের নোটবুক

৮ অক্টোবর ১৯৭১ঃ মন্ত্রীসভা সম্প্রসারন

গভর্নর মালিক গভর্নর ভবনে তার মন্ত্রীসভায় আরো তিনজন মন্ত্রীকে শপথ গ্রহণ করান। নতুন মন্ত্রীরা হচ্ছে পিডিপি’র একে মোশাররফ হোসেন (ময়মনসিংহ) ও জসিম উদ্দিন আহমদ (সিলেট) এবং কাইয়ুম মুসলিম লীগের মুজিবর রহমান অ্যাডভোকেট (কুমিল্লা)। প্রথম দফা মন্ত্রীসভায় পিডিপি এবং কাইউম মুসলিম লীগ যোগ দেয়নি। সিদ্ধান্তহীনতার কারনে পিডিপি তাদের তালিকা দেরিতে দেয়ায় এবং কাইউম মুসলিম লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারনে মন্ত্রীসভা সম্প্রসারন বিলম্ব ঘটেছে। বর্তমান মন্ত্রীসভার মধ্যে দুইজন এমপিএ হলেন একে মোশাররফ হোসেন ও শামসুল হক।