You dont have javascript enabled! Please enable it!

৮ অক্টোবর ১৯৭১ঃ মাহমুদ আলী রজারস বৈঠক

জাতিসংঘের সাধারন পরিষদের অধিবেশনে পাকিস্তান দলের দলনেতা মাহমুদ আলী বৃহস্পতিবার তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম রজারস এর সাথে বৈঠকে মিলিত হন। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম রজারসকে সম্প্রতি পূর্ব পাকিস্তান সীমান্তে ভারতীয় হামলার বিষয় অবগত করেন। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম রজারসকে বলেন এখনই তা বন্ধ না করাতে পারলে ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যেতে পারে। তিনি বলেন আন্তজার্তিক সংস্থা সমুহের এই ব্যাপারে দায় আছে। এদিকে পিডিপি প্রধান নুরুল আমিনের জরুরী তলবে মাহমুদ আলী দেশে ফিরে আসার প্রক্রিয়ায় আছেন। মাহমুদ আলী ১৩ অক্টোবর ফিরে আসবেন বলে জানা যায়। আসন্ন উপনির্বাচনে দলের কর্মসূচি নির্ধারণের জন্যে তার ঢাকায় উপস্থিতি প্রয়োজন বলে দল থেকে জানানো হয়েছে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!