ইয়াহিয়া জঙ্গীশাহীর বিরুদ্ধে জামসেদপুর শ্রমজীবী কলেজের ছাত্রদের বিক্ষোভ মিছিল
জামসেদপুর, ২৯ এপ্রিল (ইউএনআই) গতকাল এখানকার স্থানীয় শ্রমজীবী কলেজের চাত্ররা বাঙলাদেশের উপর পাক সেনাদের বর্বরােচিত আক্রমণের বিরুদ্ধে একটি সাইকেল মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলের শেষে ইয়াহিয়ার কুশপুত্তলিকা দাহ করা হয়।
প্রসঙ্গ উল্লেখ্য, এই ইস্পাত নগরীর বাঙলাদেশ ত্রাণ কমিটি ১ লক্ষ ৪ হাজার টাকা- ভারতীয় রেডক্রশ সমিতির বিহার শাখার হাতে অর্পণ করেছেন।
সূত্র: কালান্তর, ৩০.৪.১৯৭১