প্রায় ৫৮ লক্ষ শরণার্থী
পূর্নবাসন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীআর, কে, খালিদকার জানান, ইতােমধ্যেই বাংলাদেশ থেকে ৫৭ লক্ষ ৬৭ হাজার শরণার্থী এসেছে। এদের মধ্যে পশ্চিমবাংলায় এসেছে সর্বাধিক ৪৩ লক্ষ ৫৫ হাজার। তারপরই ত্রিপুরার স্থান। এখানে এসেছে ৯ লক্ষ ৫৫ হাজার। শরণার্থী আগমন আরাে বাড়বে বলে তিনি আশংকা করেন। তিনি জানান সীমান্তবর্তী রাজ্যগুলি থেকে চাপ কমাবার জন্য উত্তরপ্রদেশ, বিহার, মধ্য প্রদেশ ওড়িশার ১৬টি কেন্দ্র চালিত ক্যাম্পে ৮ লক্ষ শরণার্থীকে পাঠানাে হবে।
তিনি জানান, সােভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে প্রাপ্ত বিমানযােগে ১৪ শশা এবং ট্রেনযােগে ৪ হাজার করে প্রতিদিন পাঠানাে হবে।
তিনি বলেন, বাঙলাদেশ শরণার্থীদের জন্য বিদেশী দেশগুলির কাছ থেকে এ পর্যন্ত ৩০ কোটি টাকার সাহায্য পাওয়া গিয়েছে। এর মধ্যে এক কোটি টাকা নগদ সাহায্য।
তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাড়ে ৭ কোটি টাকার খাদ্য সম্ভার ও অন্যান্য সাহায্য দেবার প্রতিশ্রুতি দিয়েছে। বিমানযােগে এগুলি আনার চেষ্টা করা হচ্ছে।
শ্রী খালিদকার আরাে বলেন যে, কলেরা প্রায় নিয়ন্ত্রণের মধ্যে আনা সম্ভব হয়েছে। বিদেশ থেকে আর চিকিৎসকদের ডাকার দরকার হবে না।
সূত্র: কালান্তর, ১৬.৬.১৯৭১