You dont have javascript enabled! Please enable it!

সংবাদ
১৮ জানুয়ারি ১৯৬৯
গণতান্ত্রিক সংগ্রাম পরিষদের আহ্বানে দেশব্যাপী ‘দাবী দিবস’ উদযাপিত :
ঢাকায় শোভাযাত্রীদের উপর পুলিসের লাঠিচার্জ কাঁদুনে গ্যাস নিক্ষেপ : ২৫
জন ছাত্রসহ বহু রাজনৈতিক কর্মী গ্রেফতার
(নিজস্ব বার্তা পরিবেশক)

গণতান্ত্রিক সংগ্রাম পরিষদের আহ্বানে সমগ্র দেশে ‘দাবী দিবস’ পালন করা হয়। এই দিন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সর্বত্র সভা ও শান্তিপূর্ণ শোভাযাত্রার আয়োজন করা হয়। ঢাকায় সশস্ত্র পুলিস প্রহরার মধ্যে স্থানীয় বার লাইব্রেরী হলে গণতান্ত্রিক সংগ্রাম পরিষদের পূর্ব পাকিস্তান আঞ্চলিক সমন্বয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত জনসমাবেশে বর্তমান সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রগণ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক ছাত্রসভা করে। সভাশেষে ছাত্রগণ মিছিল সহকারে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ হইতে বাহিরে আসার চেষ্টা করিলে পুলিস তাহাদের উপর লাঠিচার্জ ও কাঁদুনে গ্যাস প্রয়োগ করে। পুলিসের লাঠিচার্জে ছাত্রসহ কয়েকজন আহত হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ছাত্রদের সংখ্যা প্রায় ২৫ জন।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!